OrdinaryITPostAd

Tiktok / টিকটক থেকে মাসে লাখ টাকা আয় করার উপায়!

 

Tiktok/টিকটক থেকে আয় করার আগে আমাদের কিছু বিষয় সমন্ধে ভালো ভাবে জানা দরকার, কেন না বাংলাদেশে টিকটক প্লাটফ্রম টাকে ভালো চোখে দেখে না কিন্তু আজ আমি আপনাদের এর বিতরের অনেক কথা বলব এবং কি কি উপায়ে আপনি সহজে টাকা ইনকাম করতে পারবেন

আশাকরি র্ম্পূন ব্লগটি ভালো করে পড়বেন তাহলে জানতে পারবেন আসল রহস্য । 

 

সূচিপত্রঃ

 ১ টিকটক কি? কেন এতো জনপ্রিয়

কিভাবে টিকটক ইনিস্টল করবেন

কিভাবে টিকটক একাউন্ট বা রেজিষ্টেশন করবেন

কিভাবে ফলোয়ার বাড়ানো যায়

টিকটক থেকে যেই উপায়ে টাকা আয় করা যায়

কিভাবে টিকটকে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হয়

টিকটকে অ্যাড মনিটাইজেশন করে কিভাবে আয় করবেন

একাউন্ট ট্রান্সফার বা বিক্রি করে আয় করা

টিকটকে কি কি করা যাবে না, করলে আপনা টিকটক একাউন্ট বাতিল হয়ে যাবে

 

টিকটক কি? কেন এতো জনপ্রিয়

Tiktok/টিকটক এর নাম করন চীনে, যা চীনে দৌয়িন নামে পরিচিত চীনা আক্ষরিক অর্থে গলা, কম্পন, ছোট, ভিডিও ইত্যাদি  হলো একটি সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। (তথ্য উইকিপিডিয়া) 

Tiktok/টিকটক সামাজিক নেটওয়াকিং সেবা যা বিনোদন উপভোগ করার জন্য টিকটক এর যাত্রা শুরু ২০১৬ সালে টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং।বর্তমানে বিনোদনের জন্য বিশ্বে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে টিকটক ডাউনলোড হয়েছে আনুমারিক . বিলিয়ন এর বেশি এবং বিশ্বে ৬য় নম্বর সামাজিক মাধ্যম হিসেব বহাল আছে তাছাড়া বিশ্বে ৪০ টি দেশে তাদের নিজ নিজ বাসায় Tiktok/টিকটক জনপ্রিয় সামাজিক মাধ্যম হিসেবে ব্যবহার হয়

 

কিভাবে টিকটক ইনিস্টল করবেন

আাপনার গুগুল প্লে ইষ্টোর গিয়ে লিখবেন Tiktok/টিকটক তাহলে আপনি প্রথমে টিকটক দেখবেন তারপর তা ডাউনলোড করে নিবেন

আর যাদের মোবালের রেম কম বা পুরতন মোবাইল অথাবা রেগুলার টিকটক অ্যাপিকিশন ইনিস্টল করার পর ফোন হ্যাগ করছে তাদের জন্য - গুগুল প্লে ইষ্টোরে টিকটক লাইট আছে আপনারা চাইলে টিকটক লাইট নামিয়ে চালাইতে পারবেন

এছাড়া আমাদের কাছে এই লিংকে ক্লিক করলে পাবেন টিকটক প্রো ভার্শন

Tiktok/টিকটক অ্যাপলিকেশন ইনিস্টল বাটনটিতে ক্লিক করবেন তারপর ওপেন করবেন

কিছুক্ষন অপেক্ষা করার পর এগ্রি এবং কন্টিনিউ লেখা আসবে

তারপর ক্লিক করবেন তারপর আপাকে চয়েজ করতে বলবে আপনি কিকি ভিডিও দেখতে বা করতে চাচ্ছেন তা সিলেক্ট করবেরতারপর সইপ আপ করে স্টাট ওয়াচ ক্লিক করে অ্যাপলিকিশনে প্রবেশ করুন

তারপর আপনি সম্পূর্ন অ্যাপটির ভিডিও দেখতে পারবেন

কিন্তু যদি আপনি নিজের ভিডিও আপলোড করতে চান বা টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে রেজিষ্টেশন বা একাউন্ট করতে হবে

 

কিভাবে টিকটক একাউন্ট বা রেজিষ্টেশন করবেন

আপনি চাইলে ধাপে ভাবে টিকটক একাউন্ট রেজিষ্টশন করেতে পারবেন আপনাকে Tiktok/টিকটক এর মেইন পেইজে নিচে মানুষের মাথার মত একটি সাইন দেওয়া আছে এখানে ক্লিক করলে তিনটি অপশন দেখবেন

মোবাইল নাম্বার মেইল

ফেইসবুক

জি-মেইল

মোবাইল নাম্বার ক্লিক করলে প্রথমে আপনাকে আপনার নিজের জন্ম তারিখ দিতে হবে মনেরাখবেন যা দিবেন সঠিব দিবেন তা হলে ভেরিফিকেশনে আপনার আইডি ডিজেবল হয়ে যাবেআপনার মোবাইল নাম্বার দেওয়ার পর সাইন আপ আসবে মোবইল অথাবা মেইল আপনার সুবিদা মতো আপনি সাইন আপ করে নিবেন

যদি মোবাইল নাম্বার ব্যবহার করেন তাহলে মাবাইলে সংখ্যার একটি ভেরিফিকেশন আসবে

তারপর ফেইস বুক আসবে আইকনে ক্লিক করলে আপনার অটো সাইন আপ হয়ে যাবে

তারপর মেইল আইডি দিবেন তার পর আপনার গুগুল যে আইডি ওপেন থাকবে তাহলে আপনাকে অটো নিয়ে নিবে

তারপর আপনার ইউজার নাম চাইবে তা দেওয়ার সময় নামের পাশে কিছু সংখ্যা দেওয়া যেতে পারে। তো হয়ে গেল আপনার টিকটক আইডি

 

কিভাবে ফলোয়ার বাড়ানো যায় ভাবছেন

অটোফলোয়ার এর দিহে ফোকাসন না কররে আপনার কনন্টেট ফোকাস দেন কারন একবার যদি Tiktok/টিকটক এলগরিদাম বুঝে যে আপনি অটো ফলোয়ার বাড়াচ্ছেন তাহলে আপনার একাউন্ট বাতিল হবার সম্ভাবনা থাববে তাই ভালো কন্টেট নিয়ে কাজ করা ভালো এতে অনেক দিন ইনকাম এর সুযোগ থাকে

তারপর একটা টিপস বলে দেই আপনাদের - নিজের একাইন্ট এর ফলো বাড়াতে চাচ্ছেন তাহলে আপানি প্রথমে যাদের ফলো বেশি আছে তারেদকে ফলো করবেন প্রথম দিন মিনিমাম ১০০ জনকে ফ্লো করবেন তার সাপ্তাহ পড়ে তাদের আনফ্লো করবেন তারপর আবার ১০০ জনকে ফ্লো করবেন আবার আন ফ্লো করবেন

এই পদ্ধতি মাস করলে আপনি ১০০০০ ফ্লো হয়ে যাবে আর তখন আপনি ইনকাম শুরু কাবেন

 

টিকটক থেকে যেই উপায়ে টাকা আয় করা যায়

আপনিও চাইলে খুব সহজে আয় করতে পারেবন ভিডিও করা ছাড়ার কয়েক ভাবে আয় করা যায়

কনটেষ্ট প্রতিযোগিতাঃ

যারা ভিডিও বানায় তাদের মধ্যে টিকটক কম্পানি মাঝে মধ্যে কিছু ভিডিও প্রতিযোগিতা ছাড়ে যাদের ভিডিও বেশি ভিউ হয় তাদের মধ্যে ১০০ থেকে ১০০০ ডলার এর মতো উপহার হিসেবে তাদের একাউন্টে পাঠিয়ে দেয়

বিজ্ঞাপন বা স্পনসারশিপঃ 

আপনার যখন লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে যাবে তখন টিকটক কম্পানি আপনার সাথে যোগাযোগ করবেতখন আপনাকে অফার করবে বিভিন্ন কোম্পানির পন্য প্রচারের জন্য তার বিনিময়ে আপনাকে অনেক টাকা দেওয়া হবে

টিকটক গিফটঃ

আপনার যখন ফলোয়ার ১০,০০০ হবে আর সাথে আপনার ভিডিও কনটেন্ট অনেক ভালো এবং সাথে আপনি ৩০ দিন রেগুলার ভিডিও করছেন তাহলে আপনার ফলোয়ারা আপনাকে গিফট পাঠাতে পারবে আর আপনি গিফট কয়েন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন

রেফার কোডঃ

টিকটক কোম্পানি তাদের ইউজার বাড়ানো জন্য কিছূ অফার দিয়ে থাকে তার মধ্যে অণ্যতম হল রেফার আপনার বন্ধু বা সোস্যাই মিডিয়ার বন্ধুদের রেফার করে আপনি ইনকাম করতে পারবেন

ভিডিও ভিউঃ

আপনি যে ভিডিও করছেন তার ভিউ আর লাইক এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেনএতে আপার কনটেন্ট ভালো হতে হবে

 

কিভাবে টিকটকে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হয়

আপনি কিভাবে ভিডিও বানাবেন প্রথমে আপকে মনে রাখতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শি বা আপনি যে কাজ করছেন তাই চাইলে আপনি ভিডিও করে আপলোড করতে পারেন যেমন-গান, অভিনয়, আবরিতি, গল্প, রান্না, ভ্রমন, গেইম খেলা, পড়ানো, গ্রাফ্রিক কাজ, আর্ট, জগড়া, মারামারি, প্রেংক ফান ইত্যাদি

শুধু মনে রাখতে হবে কিছূ মিউজিক আর ইডিটিং করতে হবে টিকটক তাদের অ্যাপ এই অনেক ইডিটিং ইফেক্ট দিয়ে রেখেছেতাছাড়া আরও অনেক ইডিটিং অ্যাপ পাওয়া যায়

তা ব্যবহার করে ভিডিও করলে ভিডিও ভাইরাল হবে

ভাইরাল করার জন্য কিছু # টেগ ব্যবহার বরতে হয়

আসুন জেনেই কিভাবে ভিডিও আপলোড বা তৈরি করবেনঃ

টিকটক অ্যাপলিকেশন নিচে লাল যোগ সাইন দেওয়া একটি বাটন আছে, সেখানে ক্লিক করুন

ভিডিও করার জন্য কেমেরা ওপেন হবে এখানে লাল গোল বাটনে ক্লিক করলে ভিডিও হয়েযাবে আর যদি আপলোড করতে চান তাহলে আপলোড লেখা বাটনে ক্লিক করে আপনার তৈরি করা ভিডিও আপলোড করুন

আপনাকে লক্ষ্য রাখতে হবে ভিডিও যাতে ৩০ সেকেন্ট থেকে মিনিটের বেশি না হয়

সর্বশেষ যেই কাজটি আমাদের না করলেই না তা হলো সেয়ার করা আপনার বন্ধু মহলে বা সব সোয়াইল মিডিয়াতে সেয়ার করতে হবে

টিকটকে অ্যাড মনিটাইজেশন করে কিভাবে আয় করবেন

গুগুল , ইউটিউব, ফেসবুক ইত্যাদি সোসাইল মিডিয়ার মতো টিকটকে অ্যাড আসে তা থেকে আয় করা য়ায়

টিকটকে কি কি করা যাবে না, করলে আপনা টিকটক একাউন্ট বাতিল হয়ে যাবে

মনে রাখবেন কখনো ১৮+ ভিডিও আপলোড করবেন না অখাব কোন দূর্ঘটনার ভিডিও দেওয়া যাবেনা আর কপি করা যাবেনা , কিন্তু অনুকরন করতে পারবেন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ঢাকা ক্লিক নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url